Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দেশে লবণের কোনো সংকট নেই। কোনো অপপ্রচারে কান দিবেন না...
বিস্তারিত

লবণ চাষীদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারের সার্বিক সহায়তার ফলে লবণ উৎপাদনে এ বছর বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের লবণ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী রেকর্ড পরিমান অর্থাৎ ১৮.২৪ লক্ষ মে.টন লবণ উৎপাদন হয়েছে। গত ৩১/০৭/২০১৯ তারিখ পর্যন্ত দেশে লবণের মজুদের পরিমান ৮.৮৭ লক্ষ মে. টন। বর্তমানে চাহিদার চেয়ে অনেক বেশি লবণ মজুদ রয়েছে তথাপিও একটি মহল লবণ ঘাটতি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সকলকে এই মর্মে অবগত করানো হচ্ছে যে, দেশে লবণের  কোনো সংকট নেই । সেই সাথে সম্মানীত লবণ ব্যবসায়ীগণকে লবণ ক্রয় সংক্রান্ত যে কোন প্রয়োজনে বিসিকের উপ-মহাব্যবস্থাপকের কার্যালয়, লবণ শিল্পের উন্নয়ন কর্মসুচি, মোটেল রোড, কক্সবাজার-এর সাথে দূরভাষ (মোবাইল নং) ০১৭৩৩-৭০৭২১৭ এবং চলভাষ (টেলিফোন নং) ০৩৪-১৬৩৫৪০ তে অবস্থিত বিসিকের লবণ শিল্পের উন্নয়ন কার্যক্রম কার্যালয়ের সাথে যোগাযোগ করার  অনুরোধ করা হলো।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/08/2019
আর্কাইভ তারিখ
30/08/2019